আমাদের শ্যামা সুন্দরী

লিখেছেন লিখেছেন আমীর আজম ৩০ জুন, ২০১৩, ১২:৪৮:৪৪ রাত



রংপুর শহরে তখন আমি নতুন। অধিকাংশ

রিক্সার পিছনে লেখা দেখতাম " আসুন

শ্যামা সুন্দরীকে বাঁচাই "।

মনটা খুব খারাপ হয়ে যেত। ইচ্ছা করত

নিজে গিয়ে শ্যামা সুন্দরীকে সাহায্য

করি। কিন্তু কোথায় থাকে শ্যামা সুন্দরী?

কি তার ঠিকানা কিছুই জানিনা।

তার সমস্যাটাই বা কি? কিডনি নষ্ট, চোখ

লাগবে নাকি রক্ত? মনে হাজারো প্রশ্ন।

কে এই শ্যামা সুন্দরী? রংপুরের কোন

বিখ্যাত নাট্যব্যক্তিত্ব নাকি কোন

প্রসিদ্ধ সাহিত্যিক যিনি এই ছদ্ম

নামে লেখালেখি করেন। আবার রংপুর যেহেতু

ভাওয়াইয়া গানের জন্য বিখ্যাত

তিনি হতে পারেন কোন ভাওয়াইয়া সংগীত

শিল্পী। এরকম কত

যে চিন্তা ভাবনা করেছি।

পরবর্তীতে সৌভাগ্যক্রমে (আসলে হবে দূর্ভাগ্যবশত)

শ্যামা সুন্দরীর পাশাপাশি থাকার সুযোগ

পাই। বড়ই নিদারুণ সেই অভিজ্ঞতা।

একবার নিম্নরুপ একটা গল্প পড়েছিলাম।

হোটেল ম্যানেজার: ভাই কেমন কাটালেন

রাত?

খদ্দের : জি! খুব ভাল।

ম্যা: ভাল ঘুম হয়েছে তো?

খ: অবশ্যই। তবে............

ম্যা: তবে কি ভাই?

খ: আপনার হোটেলের মশাগুলো খুব

শক্তিশালী। বিছানায়

ছাড়পোকা গুলো উড়ে নিয়ে গিয়েছিল প্রায়।

শ্যামা সুন্দরীর পাশে আমারও এমন

ত্রাহি ত্রাহি অবস্থা।

প্রথম দিন তো মধ্যরাতে লাফ দিয়ে উঠলাম

মানুষের কান্নার আওয়াজ শুনে।

ভয়ে কলিজা শুকিয়ে গেছে। এ কোন ভুতের

রাজ্যে এসে পড়লাম রে!

পড়ে শুনি এসব নাকি শিয়াল ভাগিনার

ডাক। রাতের বেলা তাদের জরুরি সভা বসে।

বইয়ে পড়েছিলাম শিয়ালের ডাক

নাকি হুক্কা হুয়া। কিন্তু কোথায় সেই

হুক্কা হুয়া? এত পুড়াই মানুষের কান্নার

শব্দ। শ্যামা সুন্দরীর ফাঁক ফোকরে এদের আবাস।

ব্যাপারটা খোলাসা করা যাক। শ্যামা সুন্দরী হল একটি খালের নাম যার উৎপত্তি ঘাঘট নদী থেকে। এটি এক প্রান্ত দিয়ে ঢুকে রংপুরের বুক চিরে আরেক প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে। রংপুরের পুরো ড্রেইনেজ সিস্টেম এই খালটির উপর নির্ভরশীল। তাই রংপুরবাসীদের একটি আবেগের নাম এই শ্যামা সুন্দরী।

যাই হোক এখন শ্যামা সুন্দরীর

অবস্থা মোটামুটি ভাল।

প্রত্যাশা করি এভাবেই বেঁচে থাক সে হাজার

বছর ধরে।

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File